logo
প্রকাশ: ১২:০৪:৫৭ AM, শনিবার, জুন ২, ২০১৮
মায়ের দেখা
সোহেল বীর

মাকে ছাড়া অনেক দূরে থাকি আমি একা,

অনেক খুঁজেও এ শহরে পাই না মায়ের দেখা।

পাই না মায়ের শ্যামলছায়া মায়াভরা মুখ,

ইট-পাথরের দালান কোঠায় পাই না খুঁজে সুখ।

শিশিরভেজা সিক্ত ঘাসের পাই না ছোঁয়া আর,

পাই না খুঁজে বাগান ভরা ফুলের সমাহার।

জুঁই চামেলি হিজল বকুল গন্ধরাজ ও বেলি,

দেয় না দেখা ময়না টিয়ে দুইটি ডানা মেলি।

 

এমনি ভেবে দিন কেটে যায় মন ছুটে যায় গাঁয়,

ঐ সবুজের মাঝেই আমার মায়ের দেখা পাই।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]