logo
প্রকাশ: ০১:৩৪:৩১ AM, শনিবার, জুন ৯, ২০১৮
ঘুমাবে না নষ্ট রাত
নূর কামরুন নাহার


 

এখন ঘুমানো যায়, 
শহরের গলিতে গলিতে রাত নেমেছে।
পথগুলো ফিরে এসেছে নাঙ্গা পায়ে 
রাতের লাইটপোস্ট নিঃসঙ্গ পাহারায় 
নিভে গেছে নাগরিক আলো। 
পর্দার অন্তরালে নেমেছে অন্তরঙ্গ আঁধার।

এখন ঘুমানো যায় 
থেমে গেছে জীবিকার শেষ কোলাহল। 
অস্পষ্ট আলোয় খুলে গেছে জীবনে নগ্নতার ভাঁজ
জানালায় জেগে থাকা শেষ শ্রান্ত চেখে 
জড়ায়েছে তন্দ্রা প্রার্থিত পুরুষের মতো 
দূরে একটানা ডেকে যাওয়া বেওয়ারিশ 
কুকুরের ডাক থেমে গেছে। 
নিঃশব্দে আকাশ ঝুঁকে গেছে মৃত্তিকার প্রেমে। 
নক্ষত্রের ছায়া নিয়ে ঘুমায়েছে নদী। 

এখন ঘুমানো যায়,
শহরের অলিতে গলিতে রাত নেমেছে। 
তবু ঘুমাবো না আমি, ঘুমাবে না নষ্ট রাত। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]