logo
প্রকাশ: ০১:৪৭:৩০ AM, মঙ্গলবার, জুলাই ৩, ২০১৮
নান্দাইলে বন্ধু ফোরামের সভা
মোহাম্মদ আমিনুল হক

পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক ও  শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা গঠনের পর থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে  অপরিসীম ভূমিকা রেখে চলেছে। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সম্প্রতি নান্দাইল উপজেলাধীন মাধ্যমিক শিক্ষক মিলনায়তনে কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ বিন সামসুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মানুষ গড়ার অন্যতম কারিগর বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খান। নান্দাইল উপজেলা সংবাদদাতা ও বন্ধু ফোরামের এ শাখার সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ আমিনুল  হকের পরিচালনায় অনুষ্ঠানে লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া বলেন, আলোকিত বাংলাদেশ উন্নয়নের কথা বলে, বাংলাদেশসহ বহির্বিশ্বের ঘটে যাওয়া তথ্য মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি এর সংগঠন আলোকিত বন্ধু ফোরাম সব শ্রেণির মানুষের সঙ্গে মানবতার কল্যাণে যেভাবে এগিয়ে চলছে সত্যিই তা প্রশংসার দাবি রাখে। মুহাম্মদ আশরাফ বিন সামসুদ্দিন বলেন, আলোকিত মানুষের বন্ধন নিয়ে এগিয়ে চলা আলোকিত বন্ধু ফোরাম সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বন্ধু ফোরাম দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে যাবে নিরন্তর। সভায় আরও বক্তব্য দেন গণমাধ্যমকর্মী নান্দাইল উপজেলা বন্ধু ফোরামের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ এনামুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক শামজই তাবরীজ রায়হান ও আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরামের সদস্য মো. নাইম হোসেন, ফটো সাংবাদিক শাহাদাত হোসাইন, নূরে আলম, মাওলানা আবদুল আহাদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাওলানা হাবিবুর রহমান, শরীফুল ইসলাম, নান্দাইল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, কনস্টেবল মো. আরিফুর রহমানসহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]