logo
প্রকাশ: ০১:৪৯:৩৫ AM, মঙ্গলবার, জুলাই ৩, ২০১৮
সুন্দর সমাজ গড়ার প্রচেষ্টায় বন্ধু ফোরামের অভিনন্দন
আইয়ূব আলী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে সবাইকে দূরে থাকতে হবে। শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ধর্মীয় সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে সুন্দর সমাজ গড়ার প্রচেষ্টায় সবাইকে নিবেদিত থাকতে হবে। সম্প্রতি বগুড়া জেলা পুলিশের উদ্যোগে ভালো কাজে অনুপ্রেরণামূলক সভায় এভাবেই সুন্দর কথাগুলো বলেন জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। তিনি বলেন, সামাজিক, পারিবারিক ও নিজের মাঝে শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে নিজের বিবেক ও মানসিক চেতনা সুন্দর করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে সবাইকে দূরে থাকতে হবে। সভায় অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মানবপ্রেম থেকে মানবতা এসেছে। ভালো কাজে নতুনদের এগিয়ে আসতে হবে। প্রগতিশীল, সৃজনশীল ও অনিন্দ্য শৈল্পিক চেতনায় এগিয়ে চলা সনাতন চক্রবর্তী বলেন, মানবপ্রেম থেকে মানবতা এসেছে। মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। আলোকিত বন্ধু ফোরাম বগুড়া জেলা শাখা গঠনের পর থেকে সবধরনের উন্নয়নমূলক কাজ ও জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]