logo
প্রকাশ: ০৪:৪১:৫৫ AM, মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮
বাবার প্রতি খুদে বন্ধুদের ভালোবাসা
মুহাম্মদ আশরাফ উদ্দিন

ভালোবাসা ও অনুপ্রেরণা সফলতার পথ দেখায়। চেতনা ও সৌন্দর্যবোধকে বিকশিত করার অন্যতম পথিকৃৎ হলো বাবা। স্বপ্ন আর অসীম পরিধির নাম বাবা। বাবার স্বার্থহীন ভালোবাসার কোনো মূল্য হয় না। শ্রদ্ধা আর সৃজনশীলতায় খুদে বন্ধু জানবি, সানবি ও জারাবির অন্যরকম ভালোবাসায় সিক্ত আদর্শ বাবা মোহাম্মদ ফরিদ উদ্দিন। দৃষ্টিনন্দন কেক আর ফুলেল শুভেচ্ছায় বাবাকে অভিনন্দন জানান খুদে বন্ধুরা। মর্যাদাশীল, জ্ঞানী, শিল্প, সুন্দর ভাবনাবোধ প্রকাশ ও মানবতাবোধ জাগ্রতের অন্যতম ব্যক্তি মোহাম্মদ ফরিদ উদ্দিন। অসহায়দের প্রতি মোহাম্মদ ফরিদ উদ্দিনের উদারতা ও ভালোবাসা খুব সহজেই মানুষকে আপন করে নেয়। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের উপদেষ্টা নীতি, সততা এবং নেতৃত্বের উদ্যম শক্তি মোহাম্মদ ফরিদ উদ্দিনের জন্মদিন ছিল ৭ জুলাই। বাহারি রঙের ফুলের সাজে সজ্জিত তোড়া আর উপহারসামগ্রী নিয়ে তারুণ্যের প্রিয় মানুষ মোহাম্মদ ফরিদ উদ্দিনের কাছে উপস্থিত হন শুভানুধ্যায়ীরা। শত ব্যস্ততার মাঝেও মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনায় অপরাধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে এগিয়ে চলা ফরিদ উদ্দিনের জন্মদিন উপলক্ষে আলোকিত বন্ধু ফোরামের উদ্যোগে আল-মাদ্রাসাতু জাবালে নূরের দরিদ্র ও মেধাবী দ্বীনি শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়ার আয়োজন ও তাদের মাঝে দেশীয় ফল বিতরণ করা হয়। মানবতা, অসাম্প্রদায়িকতা, সুশিক্ষা, সাধুতাÑ সবকিছু মিলিয়ে যেন মোহাম্মদ ফরিদ উদ্দিন তারুণ্যের এক আলোকিত মানুষ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]