logo
প্রকাশ: ০৪:৪৫:০২ AM, মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮
আলোকিত সমাজ গড়ার প্রত্যয়
সিকদার মো. সোহেল


সুশিক্ষা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া আলোকিত জাতি গঠন সম্ভব নয়। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণ, শিক্ষাবঞ্চিতদের জন্য শিক্ষার ব্যবস্থাকরণসহ সামাজিক দায়বদ্ধতা থেকে সিসিইআর মডেল কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে
 

সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিসিইআর মডেল কলেজের শিক্ষার্থী বন্ধুরা। সম্প্রতি কলেজ অডিটরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিইআর মডেল কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন। সিসিইআর মডেল কলেজের কলেজ ইনচার্জ ও বন্ধু ফোরামের এ শাখার সদস্য সচিব মো. আমিনুল হক অনুষ্ঠান পরিচালনা করেন। মো. ফরহাদ হোসেন বলেন, সুশিক্ষা আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া আলোকিত জাতি গঠন সম্ভব নয়। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণ, শিক্ষাবঞ্চিতদের জন্য শিক্ষার ব্যবস্থাকরণসহ সামাজিক দায়বদ্ধতা থেকে সিসিইআর মডেল কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে অসংকোচের হাতছানি পেছনে ফেলে আলোকিত সমাজ গড়বে নতুনরাই।  সংবাদ ও সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে দেশের কল্যাণে আলোকিত বন্ধু ফোরাম প্রত্যন্ত অঞ্চলে যে ভূমিকা রেখে চলেছে সত্যিই তা প্রশংসনীয়। তিনি সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সব বয়সি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বন্ধু ফোরামের সবধরনের ভালো কাজে নিজেকে যুক্ত রাখার আগ্রহ প্রকাশ করেন। সৃজনশীল এ আয়োজনে উপাধ্যক্ষ মো. ওমর ফারুকসহ সিসিইআর মডেল কলেজের সব বিভাগের শিক্ষক ও একাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]