logo
প্রকাশ: ১২:৫৯:৩২ AM, মঙ্গলবার, জুলাই ২৪, ২০১৮
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
মুহাম্মদ আশরাফ উদ্দিন

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপির কদমতলী থানার অফিসার ইনচার্জ এমএ জলিল। তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে সত্য ও আলোর পথ সুগম করতে প্রধান ভূমিকা থাকবে তরুণদের। দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য। সম্প্রতি আলোকিত বন্ধু ফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এভাবেই খুব সুন্দর করে গঠনমূলক কথাগুলো ব্যক্ত করেন এমএ জলিল। তিনি বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদে স্বদেশের প্রতি ভালোবাসা নিয়ে সম্মিলিতভাবে আর্তমানবতামূলক উন্নয়ন কর্মকা-ে আমাদের এগিয়ে আসতে হবে। শুধু পাঠ্যশিক্ষা নয়, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। সুচিন্তা আর সৃজনশীল প্রচেষ্টায় পরিশ্রমী, গতিশীল ও আত্মবিশ^াসী হয়ে উদ্যমকে কাজে লাগিয়ে সমাজে আলো ছড়াবে নতুনরাই। এ সময় এমএ জলিল মানবতার কল্যাণে আলোকিত মানুষের বন্ধন নিয়ে এগিয়ে চলা দেশজুড়ে অগ্রণী ভূমিকা পালনে আলোকিত বন্ধু ফোরামকে অভিনন্দন জানিয়ে সব ধরনের ভালো কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]