logo
প্রকাশ: ১২:৫৩:০৫ AM, বৃহস্পতিবার, আগস্ট ২, ২০১৮
তিন ব্যাংকে নিয়োগ পরীক্ষা ৩ আগস্ট

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামীকাল (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নামও  তাতে  প্রকাশ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৯টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানা যায়, এই তিন প্রতিষ্ঠানে ৩৬৭টি পদের বিপরীতে প্রায় ১ লাখ ৬১ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। সকাল সাড়ে ১০ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]