logo
প্রকাশ: ০৯:৩৬:০৪ PM, বৃহস্পতিবার, আগস্ট ২, ২০১৮
একটি মহল আন্দোলনে নাশকতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

একটি মহল আন্দোলনের মধ্যে নাশকতা তৈরির চেষ্টা করছে বলে ধারণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনও সময় যেকোনও কিছু ঘটে যেতে পারে। তাই প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার।’

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে বসে আছে। কিছু বলছে না। কিছু একটা হয়ে গেলে এর দায় নিরাপত্তাবাহিনী নিতে পারবে না।’

তিনি বলেন, ‘এসব আন্দোলনে সুবিধাবাদী বা স্বার্থন্বেষী মহলের সম্পৃক্ততা দেখা যায়। আমরা আন্দোলনের বিভিন্ন ভিডিওতে দেখেছি শিবিরের নেতাদের, বিএনপির ছাত্রদলের নেতাদেরও দেখেছি। তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন, তা-ও আমরা শুনেছি। শুনে আমাদের কাছে মনে হয়েছে তারা এই কোমলমতি শিশুদের দিয়ে একধরনের অপরাধ সংঘটন করিয়ে দিতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘আমরা আরও দেখেছি, স্কুলের ছাত্রদের স্কুল ড্রেস পরে আন্দোলনে সম্পৃক্ত হতে বলা হচ্ছে। ছাত্রদের খাবার দিয়ে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। এই কোমলমতি ছাত্ররা তাদের সহপাঠী হারানোর বেদনায় সিক্ত হয়ে সহানুভূতি জানাচ্ছে। কিন্তু এটা ভিন্ন দিকে টার্ন নিতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]