logo
প্রকাশ: ১১:২৩:৪৯ PM, শুক্রবার, আগস্ট ৩, ২০১৮
স্বপ্ন খেয়ায় চড়তে
কাদের পলাশ

ইচ্ছেরা সব উড়ে গেছে হাওয়ায় হাওয়ায়

মিলে গেছে পথ পথে পথে
নিশীথ পাখি খুঁজে-ফিরে আশ্রয়
আমিও পথ হারিয়েছি বহু আগে।

মুছে গেছে পায়ের ছাপ, উড়ে গেছে কেশ ঘ্রাণ
নিয়ে গেছে সফেদ ভাবনাবলি
অথচ আজও ঝকঝকে স্মৃতির ফোয়ারা।

মাঝে মাঝে একসঙ্গে হাঁটা পথে, একা একা ফেলি পা
খুঁজে ফিরি সুখস্মৃত অগোছালো ভাবনায়।

কথার ঝুড়িতে বিরহী গানের পসরা
নতুন গজানো সবুজ পাতায় হলুদের আঁচ
পাখিরা গানের বদলে বাজায় বেহালার সুর।
সহস্র বছর, পথিক বেশে পথে পথে রেখে এসে
পুরানো আঙিনায় থমকে দাঁড়াই
তারপর, আবার পথ চলি, পথে পথে ঘুরি
চড়তে স্বপ্ন খেয়ায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]