logo
প্রকাশ: ১১:৩১:২৪ PM, শুক্রবার, আগস্ট ৩, ২০১৮
বৃষ্টির বন্ধুত্ব
আমিনুল ইসলাম

প্রকৃতির প্রজ্ঞাপন ছিল বাতাসে, প্রস্তুতি ছিল ডাল ও ডানার; 

তথাপি র‌্যাবের মতো বৃষ্টির পাহারা ছিল না; এমনকি 
শিহরিত প্রস্থানকালেও নয়। অথচ এ কথা ঠিক যে 
নানকিং এর মোড়ে যখন জল ও হাওয়ার মেহফিল শেষ, 
তখন আবৃত ছায়ারা সোনাদিঘির জলে শায়িত এবং 
মাছেদের ডানায় আস্তরিত শ্রান্তি। হয়তোবা গালিবের 
অনুরোধেÑ মাঝে মাঝে এভাবেই অনুগত বরেন্দ্রীর বৃষ্টিবাহিনী! 
ফলে সবুজের সম্ভাবনায় হিল্লোলিত সুস্বপ্নের মাঠ।
 
আমি তেমনি এক মাঠের মাঝখানে দাঁড়িয়ে;
শ্রবণে আসে কলাপাতায় স্থনিত খনার বচন। 
কদম শাখায় নোলকের মতো ঝুলে আছে লালনের হুঁশিয়ারি, 
দৃষ্টি বিঁধে যায়। আর তাকে দুলিয়ে উত্তরের হাওয়া 
থেকে থেকে এনে দেয় শ্যামলপরশ; সেকি আনত মেঘের ছোঁয়া, 
নাকি মৌসুমের মোড়ে তুমিই দাঁড়িয়ে রয়েছো,Ñ 
এ কথায় মুখ খোলে না হাওয়া।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]