logo
প্রকাশ: ০১:৪৯:১৬ AM, সোমবার, আগস্ট ৬, ২০১৮
প্রযুক্তি ব্যবহারে সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান
প্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি ব্যবহারে সমাজে সচেতনতা তৈরি, আচরণগত পরিবর্তন ও সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত ‘সাইবার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কাকরাইলে অডিট ভবনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা ঢাকা চ্যাপ্টার ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ। এতে কি-নোট প্রেজেন্টেশন দেন ফাউন্ডেশনের উপদেষ্টা একেএম নজরুল হায়দার। প্যানেল আলোচক ছিলেন ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন, সোনালী ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ওমর ফারুক খন্দকার, ফাউন্ডেশনের উপদেষ্টা কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান। নজরুল হায়দার তার আলোচনায় দেশ-বিদেশে সংঘটিত বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে বলেন, সাইবার সুরক্ষার জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলোকে এককথায় বলা হয় ‘এবিসি অব সাইবার সিকিউরিটি’। অ্যাওয়ারনেস বা সচেতনতা, বিহেভিয়ার বা প্রযুক্তি ব্যবহারের আচরণগত পরিবর্তন ও কালচার বা প্রযুক্তি ব্যবহারে সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা। সচেতনতার মাধ্যমে অন্তত ৫০ ভাগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।  ইকবাল হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহারে সচেতন না হলে আমরা নিজেও ক্ষতিগ্রস্ত হব, অন্যদেরও ক্ষতির কারণ হব। ইন্টারনেটে পর্নোগ্রাফি প্রদর্শনসহ প্রযুক্তি ব্যবহারের কিছু বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ সম্ভব এবং তা থাকা উচিত বলে তিনি মত দেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]