logo
প্রকাশ: ০২:৩৪:৩৪ AM, মঙ্গলবার, আগস্ট ৭, ২০১৮
শেরপুরে বন্ধুদের টিফিনের টাকায় শিক্ষককে সম্মাননা প্রদান
বন্ধু ফোরাম ডেস্ক

শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে তাদের প্রিয় শিক্ষককে শুভেচ্ছা সম্মাননা প্রদান করেছে। সম্প্রতি শিক্ষার্থীরা তাদের শিক্ষক মো. মোশারফ হোসেনের হাতে শুভেচ্ছা সম্মাননা তুলে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নমূলক সংবাদগুলো পত্রিকায় নিয়মিত প্রকাশে সহযোগিতা করেন নকলা উপজেলা বন্ধু ফোরামের সমন্বয়ক শিক্ষক ও সাংবাদিক মো. মোশারফ হোসেন। মারজিয়া, মরিয়ম, বীথি, সাথী, আরিফা, ফালগুনী, সোহাগী, আবু সুফিয়ান, সাগর, লিফন, সজীব, জলিল, রাব্বি নূর, মাইনুল, কালামসহ বন্ধুরা অনুভূতি প্রকাশ করে জানায় মোশারফ স্যার খুবই সুন্দর মনের মানুষ। নতুনদের মূল্যায়ন তার কাছে সবসময়। এ বিষয়ে মো. মোশারফ হোসেন বলেন, আমি সত্যিই অবাক! শিশু শিক্ষার্থীরাও যে ভালো-মন্দ কাজগুলো বুঝে এবং ভালো কাজের স্বীকৃতি দিতে জানে ও স্বীকৃতি দিতে আগ্রহী, এটা আজ আমি সুস্পষ্ট বুঝতে পারলাম। এই ভেবে আমার ভালো লাগছে যে, আমরা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে পারছি হয়তো। তিনি আরও বলেন, আমার প্রিয় শিক্ষার্থীদের মুখে হাসি দেখতেই তাদের আনা ফুল ও উপহারসামগ্রী আমি গ্রহণ করি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]