logo
প্রকাশ: ০১:০০:০১ AM, সোমবার, আগস্ট ২০, ২০১৮
ওয়ালটনের নতুন ফিচার ফোন বাজারে
প্রযুক্তি প্রতিবেদক

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়ল ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফিচার ফোনের মডেল ‘ওলভিও এমএম ১৮’। ফিচার ফোনটির দাম ৯৮০ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।  ফোনটির বিশেষ ফিচারের মধ্যে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, জিপিআরএস, বিল্ট-ইন ফেইসবুক, ব্লুটুথ, টর্চলাইট, ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট, অটোমেটিক কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিংসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা এবং ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। এক বছরের রেগুলার ওয়ারেন্টির সঙ্গে বাংলাদেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধা। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]