logo
প্রকাশ: ০৩:৪০:৩০ PM, সোমবার, আগস্ট ২০, ২০১৮
কোরবানির জন্য তিনটি খাসি কিনলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক

কোরবানির জন্য তিনটি খাসি কিনলেন নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানকে বিয়ে করার পর ধর্মান্তরিত হয়ে ২০০৮ সালে ইসলাম গ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু তাদের এই ভালোবাসার সংসার বেশি দিন টিকলো না। কিছু দিন আগে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিচ্ছেদের পরেও ইসলাম ধর্ম ছাড়েননি অপু। তাই আসন্ন কোরবানির ঈদে অপু কী কোরবানি দিচ্ছেন সেটা নিয়ে অপুভক্তদের মনে নানা ধরনের প্রশ্ন উঠছে। ঈদে কী কোরবানি দিচ্ছেন অপু?

কোরবানি সম্পর্কে অপু বিশ্বাস জানিয়েছেন, ‘আমার সংসার, দায়িত্বও আমার। কাজের ব্যস্ততা আছে আবার কোরবানিও গুরুত্বপূর্ণ। ছেলের জন্য ঈদের কেনাকাটাও করতে হবে। এক হাতে অনেক কিছু সামলাতে হয়। অনেক কিছু ইচ্ছে থাকলেও পেরে ওঠা যায় না। এ বছরে তাই ৩টি খাসি কোরবানি দেব। গতকাল খাশি কেনা হয়ে গেছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল, ছেলেকে পশুর হাট দেখাতে নিয়ে যাব কিন্তু সময়ের কারণে হয়ে উঠলো না।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক মুসলমানেরই কর্তব্য সামর্থ্য থাকলে কোরবানি দেয়া। পবিত্র এই কোরবানি আত্মত্যাগ আর নিজেকে শুদ্ধ করে নেয়ার অনুপ্রেরণা যোগায়। পশু কোরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভেতরের পশুত্বকে, স্বার্থবাদী মনটাকে কোরবানি দেয়ার চেষ্টা করেন। সবার কোরবানি যেন কবুল হয়। আমিও সবার কাছে দোয়া চাই। আমার ছেলে জয়ের জন্য দোয়া চাই।’

কিন্তু গুঞ্জন রয়েছে অপু বিশ্বাস ধর্ম পরিবর্তন করতে পারলেও পুরনো সংস্কার পরিবর্তন করতে পারেননি। সনাতন ধর্মাবলম্বী হিসেবে গরুর মাংস তার জন্য নিষিদ্ধ ছিলো। সেই সংস্কার তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে গরুর মাংস ছুঁয়েও দেখেন না। আর সেই কারনে কোরবানি উপলক্ষ্যে খাসি কিনছেন তিনি। যদিও এ বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান অপু বিশ্বাস।

এদিকে, বিয়ে বিচ্ছেদ হলেও ভেঙ্গে পড়েননি তিনি। শাকিব-আপুর একমাত্র সন্তান আব্রাম জয়কে নিয়েই কাটছে তার সময়। জয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সচেতন অপু। তাই সন্তানকে সময় দিতে ভুল করেননা তিনি।

আব্রাম বেড়ে উঠছে কোন রীতিতে? প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আব্রাম অবশ্যই ইসলামিক নিয়ম কানুনে বেড়ে উঠছে। আমি যতটা পারি ওকে সেভাবেই বড় করার চেষ্টা করছি। ইসলামই ওর ধর্ম। এটা পরিস্কার কথা। এখানে কোন সন্দেহ নেই। তাকেও নামাজ পড়া শেখাচ্ছি। আর ও যখন পাঞ্জাবি, টুপি পরে অনেক কিউট লাগে কিন্তু।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]