logo
প্রকাশ: ০৭:১৯:৩৪ AM, মঙ্গলবার, আগস্ট ২১, ২০১৮
মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসার আহ্বান
বন্ধু ফোরাম ডেস্ক

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মেধার সঠিক চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় মানসিক চিন্তা-চেতনা সুন্দর করার মাধ্যমে তরুণদের মেধা, যোগ্যতা ও সুদক্ষ নেতৃত্বে নির্মিত হবে সমৃদ্ধ বাংলাদেশ। সম্প্রতি কুয়েত আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল কুয়েত বন্ধু ফোরাম। আলোকিত মানুষের বন্ধন নিয়ে এগিয়ে চলা আলোকিত বন্ধু ফোরামের কুয়েত বন্ধু ফোরাম ও কুয়েত আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম মিন্টু বলেন, সারা জীবন বঙ্গবন্ধু মানুষের সেবা করে গেছেন। মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবনটাও দিয়ে গেছেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]