logo
প্রকাশ: ১২:৫১:০৬ AM, শনিবার, আগস্ট ২৫, ২০১৮
নদী ও নদের গল্প
মাহফুজ রিপন

 

সরল রেখার মতো যে দাগ তুমি রেখে গেলে কুমার

ডিজিটাল যুগেও মানুষ সেই সরলে স্বপ্ন আঁকে খুব।

 

নদ বলে যে অহম তুমি দেখালেÑ

তীব্র ব্যথায় ছটফট করে হিসনা।

 

ইচা আর তিতপুঁটির ঝাঁক ঘন হয় হাঁটু জলে

জলকাদার ভেতর থেকে নিরালে যায় ফলি।

মাছেদের দ্বন্দ্ব লেগেই আছে বহু কাল ধরে

তারা নদী ও নদের মিলন চায় জলতৃষ্ণায়।

 

নদের পিছে ছুটছে নদী

কুমার কোথায় ধায়!

হিসনার এখন ভরা যৌবনÑ

গড়াই তার সিঁথির সিঁদুর দেয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]