logo
প্রকাশ: ০১:০৮:৪০ AM, সোমবার, আগস্ট ২৭, ২০১৮
পিক্সেল ৩ ফোন সিরিজের সঙ্গে আসছে ক্রোমবুক
প্রযুক্তি ডেস্ক

গুগল উন্মোচন করবে  পিক্সেল ৩ ফোন সিরিজের সঙ্গে নতুন একটি ক্রোমবুক। এতে থাকবে সনির আইএমএক্স ক্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যয়বহুল এই ক্রোমবুকে থাকবে ইন্টেলের কেবি লেক-ওয়াই প্রসেসর। এতে থাকবে ৮ জিবি র‌্যাম। এতে লিনাক্স অ্যাপ সমর্থন থাকবে বাই ডিফল্ট। ১৩ ইঞ্চি পর্দার ক্রোমবুকটির রেজুলেশন হবে ২৪০০ ী ১৬০০ পিক্সেল। সঙ্গে থাকবে ব্যাকলিট কিবোর্ড। হাই অ্যান্ড ডিভাইসটিতে থাকবে আলাদা ডিসপ্লে (ডিটাচেবল)। ক্রোমবুকটির কোডনেম দেওয়া হয়েছে নকটার্ন। নতুন ক্রোম ওএস চালিত ক্রোমবুকটি আগামী নভেম্বরের শুরুতে বাজারে আসবে। গুঞ্জন রয়েছে, ক্রোমবুকে মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালানোর ব্যবস্থা করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে গুগল। এদিকে একই সঙ্গে উন্মোচনের অপেক্ষায় থাকা পিক্সেল ৩ এক্সএল ফোনে থাকবে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। মডেলটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ থাকছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আগামী অক্টোবর মাসে বাজারে আসবে পিক্সেল ৩ সিরিজের ফোনগুলো।  হসূত্র : গ্যাজেটস নাউ 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]