logo
প্রকাশ: ০২:৫৭:৪০ PM, শুক্রবার, আগস্ট ৩১, ২০১৮
অক্ষয়ের ‘গোল্ড’ সৌদি আরবে মুক্তি
অনলাইন ডেস্ক

গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’। এতে অক্ষয়ের বিপরীতে দেখা গেছে টেলিভিশন তারকা মৌনি রয়কে। বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।

এসব পুরাতন খবর, নতুন খবর হলো ছবিটি সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার নিজেই।

ওই স্ট্যাটাসে অক্ষয় লিখেছেন, অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের প্রথম সোনা জয় দেখানো হবে সৌদি আরবে। রীমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ বলিউডের প্রথম ছবি যা সৌদির প্রেক্ষাগৃহে মুক্তি পেলো।

হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘গোল্ড’ ছবিটি। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম সোনার পদক জেতে হকিতে। ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং। ছবিতে তার চরিত্রে দেখা গেছে অক্ষয়কে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com