logo
প্রকাশ: ০২:৫৮:৪৩ PM, বুধবার, সেপ্টেম্বর ৫, ২০১৮
সাপলুডু’তে শুভ-মিম
অনলাইন ডেস্ক

আরিফিন শুভ ও ‍বিদ্যা সিনহা সাহা মিম আবারও নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রের নাম ‘সাপলুডু’। এটি নির্মাণ করবেন গোলাম সোহরাব দোদুল। শুভ ও মিমের কাজের কথা নিশ্চিত করেছেন পরিচালক ।

চলচ্চিত্রটি নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। আসছে অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এক্সপেরিমেন্টাল শুটিং হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

ছোটপর্দার নির্মাতা গোলাম সোহরাব দোদুলের এটিই প্রথম চলচ্চিত্র নির্মাণ। অ্যাকশন-থ্রিলার বেইজড গল্প  নিয়েই এর কাহিনী গড়ে উঠেছে।

এ সম্পর্কে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আহারে ছবির শুটিং শেষ মে মাসের শেষের দিকে। গত কয়েক মাসের মধ্যে আমি ভালো গল্প হাতে পাই নাই। এই গল্পটা শুনে আমার মনে হয়েছে, দর্শক এনজয় করবে। গল্পটার মধ্যে নতুন একটা ডাইমেনশন আছে। আশা করি, ভালো একটা কাজ হতে যাচ্ছে ‘সাপলুডু’ ।’

এ সম্পর্কে নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘এটি আমার প্রথম ফিল্ম। তাই প্রথমে গল্পের ওপর জোর দিয়েছি। এখন মনের মতো করে গুছিয়ে নিয়েছি। শুভ ও মিম কাজ করবে আমার চলচ্চিত্রে। অন্যান্য চরিত্রের জন্য এখনও কাউকে চূড়ান্ত করতে পারিনি। তবে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি, শিগগিরই সব কিছু চূড়ান্ত করে শুটিং শুরু করতে পারব।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]