logo
প্রকাশ: ১০:২৬:১৫ AM, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৬, ২০১৮
দলের সঙ্গে দুবাইয়ে যুক্ত হবেন সাকিব
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান হজব্রত পালন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফলে অংশ নেননি জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে। আর এ নিয়ে টানা তৃতীয় সিরিজে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে থাকছেন না সাকিব। চলতি বছরে আফগানিস্তান সিরিজের ক্যাম্পে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্যাম্পেও পাওয়া যায়নি তাকে। এবার এশিয়া কাপের প্রস্তুতিতেও অনুপস্থিত সাকিব।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিবেন। তার আঙুলের অস্ত্রোপচার হবে এশিয়া কাপের পরই। এদিকে কয়েকদিন ছুটি নেওয়া তামিম ইকবাল আজ আবার ক্যাম্পে যোগ দিবেন।

জানা যায়, পবিত্র হজব্রত পালনের পর দেশে ফিরেছিলেন সাকিব। একদিন থেকেই আবার উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। স্ত্রী-কন্যাকে নিয়ে দেশে ফেরার কথা ছিল তার। এবং আজই মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন বলেই জানা গিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বদলে গেছে। সাকিব সরাসরি দুবাই গিয়েই দলের সঙ্গে যুক্ত হবেন। এশিয়া কাপ খেলতে ৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে মাশরাফি বিন মুর্তজার দল।
 
এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলা ও সাকিবের ক্যাম্পে যোগ দেওয়া সম্পর্কে গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম খান বলেছেন, ‘আমরা ৯ তারিখে  (সেপ্টেম্বর) আরব আমিরাতে যাচ্ছি। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ওখানে যোগ দিবে। ওখানে শুধু আমরা অনুশীলন করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, তবে কোনো অনুশীলন ম্যাচ খেলব না। সরাসরি ১৫ তারিখে এশিয়া কাপের প্রথম ম্যাচটি খেলব আমরা।’
 
সাকিবের বারবার অনুশীলন, প্রস্তুতি ক্যাম্প এড়ানো এবং তাকে বিসিবির ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে আকরাম খান বলেছেন, ‘এটি তো সে অনুমতি নিয়েই গিয়েছে। আর ওর কিছু জরুরি বিষয় ছিল যার জন্য ওকে যেতে হতো। সে এই বিষয়টি অনেক আগে থেকেই বলে এসেছে। আর এই ধরনের সিরিয়াস কিছু না হলে আমরা সাধারণত ছুটির অনুমতি দেই না। আর সে দলের সবার সঙ্গে থাকতে পছন্দ করে। যেহেতু তাঁকে যেতেই হতো তাই অনুমতি দেওয়া হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]