logo
প্রকাশ: ০৫:২৫:২৯ PM, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৬, ২০১৮
আংশিক খুলে দেয়া হচ্ছে জাপানের কানসাই বিমানবন্দর
অনলাইন ডেস্ক

জাপানে প্রলয়ঙ্করী টাইফুনের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কানসাই বিমানবন্দরটি শুক্রবার আংশিক খুলে দেয়া হবে। বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানিয়েছে।

টাইফুনের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে বিমানবন্দরটির একটি অংশ পানিতে ডুবে গেছে। এছাড়া ঝড়ো ও তীব্র বাতাস একটি ট্যাংকারকে ভাসিয়ে মূল ভূখণ্ডের সংঙ্গে সংযোগকারী সেতুর ওপর আছড়ে ফেলেছে।

এতে মূল ভূখণ্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে।

সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ‘আগামীকাল কানসাই আর্ন্তজাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচল পুনরায় শুরু হবে। প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই আর্ন্তজাতিক বিমান চলাচলও পুনরায় শুরু করা হবে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]