logo
প্রকাশ: ১০:৫২:৪১ PM, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৬, ২০১৮
‘ক্যানন ইমেজ স্কয়ার ডিজিটালাইজেশনে নতুন মাত্রা যোগ করবে’
প্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশে ক্যানন পণ্যের একটি পরিপূর্ণ ডিসপ্লে সেন্টার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করল ‘ক্যানন ইমেজ স্কয়ার’। এটি ঢাকায় ক্যানন পণ্যের একটি পরিপূর্ণ ডিসপ্লে সেন্টার।  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি, আগারগাঁওয়ে বুধবার শোরুমটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ক্যাননের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুর ইমেজ কমিউনিকেশন বিভাগের পরিচালক অ্যালেক্স চ্যান এবং বাংলাদেশে ক্যানন ব্র্যান্ডের একমাত্র পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফী।

সেন্টারটি উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, দেশ যেভাবে ডিজিটাল যুগে প্রবেশ করছে ক্যানন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ শোরুম ‘ক্যানন ইমেজ স্কয়ার’ এর যাত্রা তারই ধারাবাহিকতা মাত্র। এর ফলে বাংলাদেশের মানুষ ক্যাননের পণ্যসামগ্রীর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তিনি বাংলাদেশে ক্যাননের সাফল্য কামনা করেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]