logo
প্রকাশ: ০১:০২:০৫ AM, শনিবার, সেপ্টেম্বর ৮, ২০১৮
গল্পের পটভূমি ইতিহাস ও বর্তমানের মিশেল

গল্পের বই ‘দশজন দিগম্বর একজন সাধক’। লেখক শাহাব আহমেদ। বইয়ে গল্পের সংখ্যা ৩১টি। গল্পের পটভূমিগুলো ইতিহাস আর বর্তমানের মিশেল। পটভূমির দৃশ্যগুলো বাংলাদেশের পদ্মার পাড়, বিক্রমপুর; ইতালির রোম, রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের। এমনকি পাঠক বইয়ের গল্পে ঢুকে চলে যাবেন অতীতের বিখ্যাত কোনো জনপদ বা ইতিহাসের অন্দ্রে-তন্দ্রে। লেখক পেশায় চিকিৎসক। তবে লেখালেখির চর্চায় থাকেন সুযোগ পেলেই। বইয়ের কয়েকটি গল্পের শিরোনামÑ আকবর বাদশা, নদী ও হাঙর; নৌকাডুবি ও বিস্মৃতি; দশজন দিগম্বর একজন সাধক; কুকুর ও উপমানবের গল্প; একটি কুকুরবিষয়ক গান। এসব শিরোনাম থেকেও পাঠক অনুমান করতে পারেন গল্পের বৈচিত্র্যতা সম্পর্কে।
তার প্রকাশিত অন্য বইয়ের মধ্যে আছেÑ কবিতার বই অদৃশ্য মূষিক এক; ভ্রমণকাহিনি লেনিনগ্রাদের চিঠি ও কলেজের দিনলিপি।
মুন্সীগঞ্জের বিক্রমপুরে ১৯৬২ সালে লেখকের জন্ম। পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জ হাইস্কুল ও ঢাকা কলেজে। তারপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে পাড়ি জমান সোভিয়েত ইউনিয়নে এবং সেখানেই মেডিকেলে ডিগ্রি অর্জন করেন। কিছুদিন বসবাস করেন কানাডায়। বর্তমানে আমেরিকায় শিশু চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]