logo
প্রকাশ: ০৪:২৯:৪৩ PM, সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮
সিরাজগঞ্জে সিএনজি খাদে পড়ে যুবক নিহত, আহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর নামক স্থানে সিএনজি উল্টে খাদে পড়ে অজ্ঞাত (২৪) এক যুবক নিহত হয়েছে। আহত ৩ যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি (তদন্ত) নূর এ আলম জানান, যাত্রীবাহী সিএনজিটি সিরাজগঞ্জ থেকে বেলকুচি যাওয়ার পথে উল্লেখিত স্থানে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]