logo
প্রকাশ: ০৭:৫১:২১ PM, মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮
নদীভাঙা অঞ্চলের মানুষকে লড়াই করেই টিকতে হয়: পানিসম্পদ মন্ত্রী
শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নদীভাঙ্গা অঞ্চলের মানুষকে ভাঙা-গড়ার মধ্যেই লড়াই করে টিকে থাকতে হবে। 
তিনি মঙ্গলবার দুপুর ৩টায় শরীয়তপুরের নড়িয়ায় স্পিডবোডযোগে ভয়াবহ নদী ভাঙন পরিদর্শন শেষে সুরেশ্বর লঞ্চঘাটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। 

কবে নাগাদ পদ্মার ডান তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পানি কমে গেলেই প্রকল্পের কাজ শুরু করা হবে। 

নদীভাঙন এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংরক্ষিত আসনের সাংসদ নাভানা আক্তার, শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকৌশলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]