logo
প্রকাশ: ০৪:১৩:১৯ PM, বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮
পাত্র খোঁজার মতো সময় পাই না: শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক

এ মাসেই মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটি। ছবিতে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর, ইয়ামি গৌতম ও দিব্যেন্দু শর্মা। ছবিটি লোডশেডিং, বিদ্যুৎ বিল বেশি আসা ও মানুষের লড়াই নিয়ে।

এ ছবিতে শহিদ কাপুর প্রথমবারের মতো আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে শহিদ-শ্রদ্ধার প্রেমের মজার কাহিনিও আছে। ২০১৪ সালে ‘হায়দার’ ছবির পর এবার ফের জুটি বাঁধলেন শ্রদ্ধা-শহিদ।

ছবিটি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শ্রদ্ধা কাপুর। এ ছবিতে তার চরিত্রের নাম ললিতা নটিয়াল। চরিত্রটি সম্পর্কে বলেন, ‘ললিতা এমন একজন, যে খুবই শক্ত ও সচেতন। সে নিজের বিয়ের জন্য নিজেই পাত্র খোঁজে। তার মা ও দাদিও চাইছেন তাকে বিয়ে দিতে। তার চরিত্র এমন- আমার জন্য তোমাকে খুঁজতে হবে না, আমিই তোমাকে খুঁজে নেব। সে এমনই।’

তখন শ্রদ্ধাকে জিজ্ঞেস করা হয়, সিনেমার চরিত্রের মতো তিনিও কি পাত্র খুঁজছেন? থিতু হতে চাচ্ছেন? এ অভিনেত্রী বলেন, ‘ঠিক এখনই খুঁজছি না। খোঁজার মতো সময় পাই না। সম্পর্ক করতে হলে তার যত্ন নিতে হয়। এখন আমার হাতে কোনো সময় নেই।’

ছবির চরিত্র আর শ্রদ্ধার চরিত্রের মধ্যে মিল কোথায়? শ্রদ্ধার উত্তর, ‘দুজন কিছুটা আলাদা। তবে দুজনই সমান বিবেকবান।’ খবর পিঙ্কভিলার।

এ সিনেমায় উত্তর ভারতের একটি গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানকার মানুষ লোডশেডিংকে প্রত্যাশিত বলেই ধরে নেয়। প্রতিদিন লোডশেডিং। জীবনের সঙ্গে লোডশেডিং যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু শহিদ কাপুরের বন্ধু দিব্যেন্দুর আচমকা মৃত্যু সবকিছু ওলটপালট করে দেয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]