logo
প্রকাশ: ১২:০৭:২৩ AM, শনিবার, অক্টোবর ২০, ২০১৮
আসন্নপ্রসবা কুকুর এবং...
রফিকুজ্জামান রণি

আসন্নপ্রসবা কুকুরটি কঁকিয়ে ওঠলেÑ
আমাদের মহল্লায় রাত নামে
নির্জীব তাকিয়ে থাকে কাফন-রঙা চাঁদ

শৈশবে পয়সা হারানোর দুঃখ
কৈশোরে প্রত্যাখ্যাত হওয়া প্রেমকষ্ট
যৌবনে লাবণ্য খোয়ানোর আক্ষেপ
ফিরে ফিরে, বারে বারে
ধ্বনিত হয় কুকুর আর্তনাদে...

কেউ দেখে না, দেখতে চায়ও নাÑ
আসন্নপ্রসবা কুকুরের সঙ্গে
কঁকিয়ে ওঠে একটি মানুষ
কঁকিয়ে ওঠে একটি মহল্লা
কঁকিয়ে ওঠে একটি রাত
কঁকিয়ে ওঠে একটি রাষ্ট্র
কঁকিয়ে ওঠে একটি পৃথিবী
শুধু নির্জীব তাকিয়ে থাকে চাঁদ

পাহারা দেয় লক্ষ কোটি তারকা
কেউ এগোতে পারে না 
দূর কক্ষপথে দাঁড়িয়ে তামাশা দেখে সবাই

কেউই জানে না
একটি কুকুরের চিৎকারেও একদিন
ভেঙ্গেচুরে ছত্রখান হয়ে যেতে পারে সমস্ত সৃষ্টিজগৎ
অগণন নক্ষত্রবীথি, ছায়াপথ কিংবা সৌরবিশ্ব
একলহমায় ধূলিসাৎ হয়ে যেতে পারে
ক্ষুদ্র একটি কুকুরের চিৎকারে...

আসন্নপ্রসবা প্রাণীর সুতীব্র আর্তনাদ
ক্ষয়, লয় এবং সৃষ্টির উন্মাদনা জড়িয়ে রাখে!

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]