logo
প্রকাশ: ১১:৩৪:৩৮ PM, শুক্রবার, মার্চ ৮, ২০১৯
পাখিদের প্রেম নিবেদন
রাসেল আশেকী

তোমাদের মহাকাব্যে লেখা আমাদের ইতিহাস 

আমরাও মনে রেখেছি তার প্রতিটি ওঠানামা শ^াস। 
আর ভালোবাসার মতো কোনো সম্পদ, সুস্থতার মতো 
কোনো উপহার ইহবিশে^ নাই জেনে তিলে তিলে তাই 
করেছি সঞ্চয়। নিঝুম নিস্তব্ধতায় এনেছি জলের ভাষা। 
দেখেছি নাথের ঘাড়ে সাপ আর সমুদ্রের খেলা। সুরবাহী
আলোর সন্তান, মেঘেরও আগে পৌঁছে গেছি পৃথিবীর 
দেশে দেশে। আর ত্রিকালদর্শী ঋষির মতো মানুষভূমির 
জঠর জঙ্ঘায় রেখেছি কত বীজÑ বট, খেজুর, জলপাই। 

বলতে দ্বিধা নাই, আমরা সেই টিঠু-কুন পাখিবংশ 
আদি-অন্ধকার থেকে অদ্যাবধি ভালোবাসার অংশ। 
আমাদের রাজা নাই, প্রজা নাই, নায়ক নাই, নায়িকা নাই
কেউ ভাবতে, কেউ ডাকতে, কেউ বলতে, কেউ গাইতে
কেউ নাচতে এসেছি, কেউ-বা এসেছি জাগাতে আপন রোশনাই। 

তোমাদের ভাবনায় হয়তো আমরা খাঁচার অচিন পাখি 
না হয় কোনো রসিক মনের মায়াসুন্দরী! 
আমাদের চোখে তাই বিস্তৃত বিস্ময় অরণ্যপল্লব আঁখি
Ñপ্রবীণ গাছটিও উপড়ে ফেলছ, শুষে খেয়েছ নদী 
আর আমাদের সবচেয়ে সুন্দর পাখিটিকে করেছ বন্দি। 
যার ক্ষোভে বিক্ষোভে প্রতিবাদে কিছুই বলতে আসিনি 
শুধু তোমাদের সামনে দাঁড় করিয়েছি একটি বিপন্ন পৃথিবী 
আর দৈত্যপুর থেকে আগত দুঃখের ঘণ্টাধ্বনি। 

হতে পারি তোমাদের কাবাব কিংবা বুকের মায়া
তবু চাই বন্ধুর মুক্তি। চাই শান্তির পৃথিবী। 
কেননা, এখনো তোমরা শিকারি আর শিকার সন্ধানী
এখনো তোমরা শুধুই সংখ্যা, বিস্ময়কর ব্যস্ত জনসংখ্যা! 
আর আমরা জীর্ণজরা তাড়াতে তাড়াতে আসা যিশুর ছায়া
কৃষ্ণের খোদাই সেনা, বুদ্ধের নিব্বানা, মুহাম্মদের প্রশান্ত আত্মা
আর সোলায়মানের বুকজোড়া ভালোবাসা। সুরে সুরে গানে গানে
আমাদেরও জপনা একটাইÑ ক্ষমা করো, ভালোবাসা দাও। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]