logo
প্রকাশ: ১১:০৬:১৯ PM, বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার ও ওয়েব পোর্টালের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে নব প্রতিষ্ঠিত সাইবার সেন্টার ও আধুনিকায়নকৃত চবি ওয়েব পোর্টালের উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ৭ মার্চ দুপুরে চবি গ্রন্থাগারে ও চবি আইসিটি সেন্টারে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রন্থাগারে সাইবার সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে গ্রন্থাগারের বই পড়া, ইস্যু করা এবং বই বুকিং দেওয়াসহ অন্যান্য সেবা খুব সহজে গ্রহণ করতে পারবেন। ফলে গ্রন্থাগারের দীর্ঘদিনের জটিল ম্যানুয়েল পদ্ধতির অবসান হয়েছে। নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে বর্তমান বিশ্বে আধুনিক তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে গেছে। এ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে সহজেই জানতে পারবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]