logo
প্রকাশ: ১০:৪৯:৪৮ PM, মঙ্গলবার, এপ্রিল ২, ২০১৯
সবাইকে নিয়ে কাজ করবে বেসিস
প্রযুক্তি প্রতিবেদক

সবাইকে নিয়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ৩০ মার্চ ঢাকার কাকরাইলের আইডিইবি মিলনায়তনে বেসিসের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক আলোচনায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, তারা চান সফটওয়্যার, আইটি অ্যানাবেল্ড সার্ভিসেস ও ভার্চুয়াল ব্যবসা সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠান বেসিসের সদস্যপদ লাভ করুক এবং সবাইকে সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তি শিল্প খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে।
বেসিসের দুই শতাধিক সদস্য প্রতিষ্ঠানসহ এ সভায় ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন ও পরিচালক দিদারুল আলম। সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০১৮ সালের কর্মকা-ের বিবরণী তুলে ধরেন। সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান ২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের ওপর উপস্থিত সদস্যরা আলোচনা করেন ও মতামত দেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]