logo
প্রকাশ: ১১:০৩:৪৯ AM, বুধবার, জুন ২৬, ২০১৯
অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ ভাই-বোন নিহত
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু পুড়ে মারা গেছে। তারা তিনজন ভাইবোন বলে জানা গেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে সিডনি থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের এক বাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। কিন্তু তারা পৌঁছানোর আগেই ১১ বছর বয়সী ছেলেশিশুটি আগুনে পুড়ে মারা যায়। আর হাসপাতালে নেয়ার পর মারা যায় তার অগ্নিদগ্ধ ৫ বছর বয়সী দুই জমজ বোন।

তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর ওই বাড়ি থেকে ৩১ বছর বয়সী এক নারী এবং আট বছর বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় প্রতিবেশীরা। তাদের দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িটিতে মোট ছয়জন বসবাস করতেন।

সূত্র: বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]