logo
প্রকাশ: ০৪:০০:৪৬ PM, বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৩৪
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আতক জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে ১৩ জন নিহত হয়েছে এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 'জিনহুয়া'

আতক জেলার হাসান আবদাল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। বাসটি ৫৯ জন যাত্রী নিয়ে লাহোর শহর থেকে সোয়াতের হিলি শহরের দিকে যাচ্ছিল। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌছায় উদ্ধারকর্মীরা এবং স্থানীয় পুলিশ। আহতদের স্থানীয় দুটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আরও পাঁচজনের অবস্থা আরও বাড়তে পারে।

পুলিশের মতে, বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় দ্রুত গতিতে ড্রাইভিং এবং অসতর্কতার জন্যেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে আহত যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, বাস চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলেই এমন দুর্ঘটনা ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]