logo
প্রকাশ: ১২:৩৫:২৮ AM, মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯
নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে
বন্ধু ফোরাম ডেস্ক

সংস্কৃতি, সভ্যতা ও সামাজিক অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই। পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত না থাকলে আলোকিত জাতি গঠন সম্ভব নয়। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মেধার সঠিক চর্চা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে  নতুনদের এগিয়ে আসতে হবে। র‌্যাব-৪-এর সিইও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, আলোকিত দেশ গঠনে সুন্দর কাজের মাধ্যমে নতুনরা এগিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি মানবিক উন্নয়নে তরুণরা নিবেদিত থাকলে দেশের সম্মান বৃদ্ধি হবে খুব সহজেই। তিনি বলেন, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। মানবতাবোধ নিজের না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। এ সময় তিনি আলোকিত বন্ধু ফোরামের উন্নয়নমূলক কর্মাক-ের প্রশংসা করে বলেন, বন্ধু ফোরাম মানবতার কথা বলে এবং স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে কাজ করছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]