logo
প্রকাশ: ১২:৪৪:৪৯ PM, বুধবার, আগস্ট ৭, ২০১৯
পুলিশ কর্মকর্তার হাতে বেধড়ক পিটুনি খেলেন ২ পুলিশ সদস্য
অনলাইন ডেস্ক

পাবনার সুজানগরে একজন সহকারী পুলিশ সুপারের হাতে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন কামালপুর পুলিশ ফাঁড়ির ২ পুলিশ সদস্য। এরা হলেন- পুলিশ কনস্টেবল আজিজ এবং কনস্টেবল আহিনুর।

এ ঘটনায় ওই ২ পুলিশ সদস্য আইজিপি’র কাছে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুজানগর কামালপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকে সোমবার এ ঘটনা ঘটলেও বিষয়টি গণমাধ্যমসহ সবার কাছে চেপে রাখা হয়। পুলিশ সদস্য আজিজ ও আহিনুর অসুস্থ হয়ে যাওয়ার পর মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

সূত্র জানায়, একজন উপ-পরিদর্শকের বিরুদ্ধে একটি ঘটনার তদন্ত করতে এসে সুজানগর সার্কেলের একজন পুলিশ কর্মকর্তা ২ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের সময় চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাদের চিৎকারে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনা জানতে পেরে ক্যাম্প ইনচার্জের দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন।

ওই দুই পুলিশ সদস্য জানান, শারীরিক নির্যাতনের ফলে তারা অসুস্থ হয়ে পড়েন।

তারা জানান, এসআই এবাদ আলীর বিরুদ্ধে একটি তদন্তে ওই কর্মকর্তা মঙ্গলবার দুপুরে কামালপুর পুলিশ ফাঁড়িতে আসেন। সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে তিনি অফিস রুমে ডেকে নেন। এক পর্যায়ে সকলকে বের করে দিয়ে তিনি দু’জন ( কনস্টেবল নং-৬৫৭ আজিজুলক হক ও কনস্টেবল নং-৮৫০ আহিনুর রহমানকে) বেধড়ক পেটাতে থাকেন।

এ সময় দুই পুলিশ সদস্যদের চিৎকারে সহকর্মীরা অফিস রুমে গিয়ে তাদেরকে উদ্ধার করে। ঘটনার সময় অফিস রুমে ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম রসুল উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের মারার সময় তাদের চিৎকারে এলাকাবাসী ফাঁড়ির সামনে উপস্থিত হয়।

পুলিশ সদস্য আজিজ জানায়, থানা বা ক্যাম্পে এনে চোর ডাকাতকেও মারা নিষেধ আছে। অথচ পুলিশের কর্মকর্তা আমাদেরকে চোর ডাকাতের মত পিটিয়ে আহত করল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এর ন্যায্য বিচার দাবি করছি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। মঙ্গলবার এ ঘটনায় পাবনা পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত হয়েছে।

পাবনার পুলিশ সুপার শেখ মোঃ রফিকুল ইসলাম জানান, এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তবে কেউ নিয়ম ভঙ্গ করে থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]