logo
প্রকাশ: ১২:০৭:২১ AM, শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯
মালিক-ভাড়াটিয়ার তথ্য নিবন্ধনে অ্যাপ
প্রযুক্তি প্রতিবেদক

ঢাকার বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং মেসের সদস্যদের তথ্য নিবন্ধনের জন্য মোবাইল অ্যাপ এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘সিআইএমএস’ নামের অ্যাপটি সম্প্রতি প্লে স্টোরে উন্মোচন করা হয়েছে। এ অ্যাপ ডাউনলোড করে যে কেউ সেখানে তথ্য যোগ করতে পারবেন। তবে তাদের যে তথ্য নিবন্ধন কার্যক্রম সেটা ম্যানুয়ালিও অব্যাহত থাকবে। এর আগে একই নামে ঢাকায় বসবাস করা নাগরিকদের তথ্য সংগ্রহে ২০১৬ সালের সেপ্টেম্বরে তথ্য ভা-ার উদ্বোধন করা হয়েছিল। নতুন এ অ্যাপটি গুগলের প্লে স্টোরেই পাওয়া যাবে। এর আইওএস সংস্করণ অল্প সময়ের মধ্যেই আনা হবে। অ্যাপটিতে তথ্য নিবন্ধনের জন্য একটি মোবাইল নম্বর দিলে ভেরিফিকেশন কোড যাবে। এরপর সেটি দিয়ে লগইন করতে পারবেন নাগরিকরা। এরপর যথাযথ নিয়ম অনুসরণ করে বিস্তারিত তথ্য দিয়ে মালিক-ভাড়াটিয়া ও মেস সদস্যরা সেখানে নিবন্ধন করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]