logo
প্রকাশ: ০২:৫৮:০০ AM, শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯
কোরআনের পুরোনো কপি
মুফতি আবদুল মালেক শিক্ষা সচিব, মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা

 

প্রশ্ন : আমাদের মসজিদে কোরআনের পুরোনো অনেক কপি আছে। যেগুলো এখন আর তেলাওয়াতের উপযুক্ত নয়। এগুলো ছাড়াও পড়ার মতো আরও অনেক নতুন কোরআন শরিফ আছে। মসজিদ কমিটি চাচ্ছে, পুরোনো কপিগুলো সরিয়ে ফেলতে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো কী করতে পারি? জানিয়ে বাধিত করবেন। নাজমুল হক, ফেনী

উত্তর : কোরআনের পুরোনো কপি তেলাওয়াতের অনুপযুক্ত হয়ে গেলে পবিত্র কাপড়ে পেঁচিয়ে মানুষের চলাচলমুক্ত স্থানে দাফন করে দেবে। ইবরাহিম নাখায়ি (রহ.) বলেনÑ কোরআনের পাতা পুরোনো হয়ে গেলে তারা (সাহাবিরা) তা মাটিতে দাফন করে দেওয়ার আদেশ করতেন। (ফাযাইলুল কুরআন, আবু উবাইদ, বর্ণনা ৬৫)। অথবা ভারী কোনো বস্তুর সঙ্গে বেঁধে বড় কোনো জলাশয়ে ডুবিয়ে দিতে হবে। (শরহুস সিয়ারিল কাবির, সারাখসি : ৩/১৪২; ফাতাওয়া সিরাজিয়া 
পৃ. ৭১; ফাতাওয়া তাতারখানিয়া : ১৮/৬৮; আলবিনায়া : ১৪/৫৮০; মুখতারাতুন নাওয়াযিল : ৩/৯৪; রদ্দুল মুহতার : ১/১৭৭)।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]