logo
প্রকাশ: ০২:৪২:২২ PM, শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯
উলিপুরের চরাঞ্চলে ভুট্টাচাষের উজ্জ্বল সম্ভাবনা
ফয়জার রহমান রানু, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন নদ-নদীর অববাহিকায় জেগে উঠা চর সমুহে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকায় এ চাষাবাদের প্রতি বেশী করে ঝুঁকে পড়েছে চাষীরা । কম খরচে অধিক লাভ হয় বলে এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলনেরও সম্ভাবনা রয়েছে। উৎপাদিত ফসলের নায্যমূল্য পেলে এ চাষাবাদের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে বলে এমনটি জানালেন চাষিরা।

জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গমের পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টা চাষ এই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার বেগমগঞ্জ, সাহেবের অলগা, দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ, বজরা ও বুড়াবুড়ী ইউনিয়নের বিস্তীর্ণ চর এলাকায় চাষাবাদকৃত সবুজ ক্ষেতের সমারোহ। ইসলামপুর চরে ভুট্টার ক্ষেতে খেটে যাওয়া ছকমল হোসেন নামে এক কৃষকের কাছে আবাদ কেমন হয়েছে জানতে চাইলে বলেন, “এবার তিন একর জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি ভালোই ফলন হবে।” কৃষি অফিসের সহযোগিতা পেলে ফলন আরও বেশি হবে বলে বিশ্বাস তার। বুড়াবুড়ীর চরে অলতাব হোসেন কৃষি অফিসের সহযোগিতায় দ্বিতীয় বারের মত এ বছর সুপার-৭০২ জাতের ভুট্টা চাষ করছেন। তিনি জানান, ‘ধান চাষে বেশি খরচ হয় তাই ভুট্টা চাষ করেছি। এতে খরচ কম এবং লাভও বেশী।’ তবে তার শঙ্কা একটাই উৎপাদিত ফসলের নায্যমূল্য নিয়ে। তাদের মতো আরও অনেককেই ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ক্ষেতের ভালো অবস্থা দেখে তাদের মুখে হাসির ঝিলিক দেখা দিলেও প্রাকৃতিক বিরূপ প্রভাব নিয়ে সন্দিহানও তারা।

কৃষকরা অভিযোগ করেন, উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে ভুট্টা চাষের উপকরণ তুলে দিলেও সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ক্ষেত পরিদর্শনে না আসায় প্রয়োজনীয় পরামর্শের অভাবে সম্ভাবনাময় ভুট্টা চাষ নিয়ে শঙ্কিত তারা।। এ ব্যপারে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ জানান, দুর্গম চরাঞ্চল গুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ভুট্টা ক্ষেত দেখতে যাওয়া বিলম্ব হচ্ছে। তবে সেখানে আমাদের কৃষক মাঠ স্কুলের কর্মিগণ কাজ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন খাতে ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকায় কৃষি বিভাগের উদ্যোগে এ উপজেলার বিভিন্ন নদ-নদীর বুকে জেগে উঠা চর ও দ্বীপচরে সম্ভাবনাময় ভুট্্রা চাষ করা হয়েছে। এ জন্য চাষিদের মাঝে সময়মত কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে এবং সময় মত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]