রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার বিকালে নির্বাচনি ট্রাইব্যুনালে তিনি এ মামলা করেন। মামলায় নির্বাচনে নানা অসঙ্গতি, ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, নির্ধারিত সময়ের আগেই মেয়র পদের ব্যালট শেষ হয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার পক্ষে আইনজীবী আবুল কাশেম ট্রাইব্যুনালে মামলার কাগজপত্র দাখিল করেছেন। শুনানিতে আবুল কাশেম ছাড়াও আরও চারজন আইনজীবী অংশ নেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন। ৩০ জুলাই রাজশাহী সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। আর বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট। মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন বুধবার মেয়র হিসেবে শপথ নিয়েছেন।