বিশ্বাস ভঙ্গের আর্তনাদ আরিফ মঈনুদ্দীন শনিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১২:০০:০০ AM, | আলোকিত সাময়িকী বিশ্বাস ভেঙে গেলে জোড়া লাগে না আর শান্তির সব আয়োজন ফিকে হতে হতে নিঃশেষ হয়, ঝলমলে শুরুর লাশের ওপর আর্তনাদ জমা রেখে উল্লাসে মেতে ওঠে অলক্ষুণে শকুন।