মন খেলুক মন নিয়ে সৈয়দ নূরুল আলম শনিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১২:০০:০০ AM, | আলোকিত সাময়িকী বিষণœতা উসকে দেয় বিরক্তি, মন চায় নির্বাসন পেছনে ফেলে প্রতিহিংসার আগুন। পোড়ামন মেঘের ভেলায় ভেসে যাক অজানা সুদূর ছুঁইয়ে দিক নারীর নিতম্ব-শরীর। প্রভাতে স্নিগ্ধ আলোয় কেটে যাক অনন্ত মধ্যাহ্ন রাত মন খেলুক মন নিয়ে, যতই বাড়–ক বয়স।