বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এক শুভেচ্ছা সফরে কাল সোমবার তুরস্কে যাবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের আমন্ত্রণে চার দিনের এ শুভেচ্ছা সফরে যাচ্ছেন তিনি। এ সময়ে জেনারেল আজিজ আহমেদ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী আলোকিত বাংলাদেশকে জানান, সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে। সফর শেষে সেনাপ্রধান আগামী ৬ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।