প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন ভূমিহীনরা। জেলা কৃষক ফেডারেশন ও কৃষানি সভার উদ্যোগে বৃহস্পতিবার অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার হতদরিদ্রদের মধ্যে খাসজমি বণ্টন করতে চাচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত ভূমিহীনরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা বলেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে খাসজমিতে উত্তোলন করা ঘর স্থানীয় ইউপি চেয়ারম্যান তার স্বজনদের মধ্যে বরাদ্দ দিচ্ছেন। এর বিরুদ্ধে প্রতিকারের দাবি জানিয়েছেন কৃষক ফেডারেশন নেতারা। কৃষক ফেডারেশনের বিভাগীয় সভাপতি হারুন ভা-ারির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হালিম মুহরি প্রমুখ।