কোয়ার্টার ফাইনালে জোকোভিচ স্পোর্টস ডেস্ক শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯ ১২:০০:০০ AM, | খেলা গত সপ্তাহে জাপান ওপেন জিতে দুরন্ত ফর্মে আছেন নোভাক জোকোভিচ। ৩৪তম এটিপি মাস্টার্স শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাংহাই মাস্টার্সে। তৃতীয় রাউন্ডে ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে। নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল।