বাগেরহাটের শরণখোলায় আলম হাওলাদার নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা আবুল হাশেম হাওলাদার জানান, প্রতিবেশী এক নারীর সঙ্গে আলমের পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ কারণে স্ত্রী তাকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। শরণখোলা থানার ওসি এসকে আবদুল্লাহ আল সাইদ বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।