logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, নভেম্বর ২৫, ২০১৭
বেরোবিতে তথ্য সংগ্রহে ডিজিটাল চ্যালেঞ্জ সেমিনার
রংপুর বু্যুরো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য সংগ্রহে ডিজিটাল চ্যালেঞ্জ’ বিষয়ক ইনস্টিটিউটের যথাক্রমে ১৫ ও ১৬তম সেমিনার। শুক্রবার একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে দুই সেমিনারের আয়োজন করা হয়।  বেরোবির উপাচার্য ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। প্রথম সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসান সারোয়ার এবং দ্বিতীয়তে ছিলেন ইডোসফ্ট কন্সালটেন্টস লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ এনামুল হক। সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার আবু সায়েম মোঃ আহসান হাবিব।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]