logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, সেপ্টেম্বর ৪, ২০১৮
নয়া ভূমিকায় আয়ুষ্মান
বিনোদন ডেস্ক

এবার এক অন্য আয়ুষ্মান খুরানাকে দেখার জন্য তৈরি হয়ে যান। পরবর্তী ছবিতে অন্যরূপে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘অন্ধা ধুন’ ছবির ট্রেইলার তার প্রমাণ। ছবিতে এক অন্ধ পিয়ানো বাদকের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তবে ছবিটি একেবারেই অন্ধ শিল্পীর স্ট্রাগলের গল্প নয়। সাধারণত এই ধরনের ছবিতে শিল্পী, তার দারিদ্র্য এসব নিয়েই জমে ওঠে গল্প। কিন্তু এখানে সেই সবের ছায়া মাত্র নেই। ছবিটি সাসপেন্স থ্রিলার (গোয়েন্দা কাহিনি)। তবে তার মানে এই নয়, ছবিতে প্রেম-ভালোবাসার কমতি আছে। সেটাও রয়েছে পুরোদমে।

ছবির ট্রেইলার শুরু হয়েছে অন্ধ সেই পিয়ানো বাদককে দিয়ে। সংগীত সে ভালোবাসে। তার আরও এক ভালোবাসা রয়েছে। সে ভালোবাসা তার প্রেমিকাকে নিয়ে। সব মিলিয়ে ভালোই কাটছিল জীবন। এর মধ্যে এসে পড়ে এক তৃতীয় ব্যক্তি। তিনিও নারী। অন্ধ পিয়ানো বাদকের জীবন বদলে দেয় এই নারী। প্রত্যেক শিল্পীর জীবনে কোনো না কোনো গোপনীয়তা থাকে। এখানেও রয়েছে। কী সেই সিক্রেট? এরই মধ্যে হয়ে যায় একটি খুন। এই খুনই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তদন্তের সময় দেখা যায় অটোর পেছনে ঐশ্বরিয়া রাইয়ের ছবির কথা বেমালুম বলে দিচ্ছে অন্ধ ব্যক্তি। তাহলে কি সে দেখতে পায়?
এই সাসপেন্স হয়তো ভাঙবে ছবি মুক্তির পরই। কারণ ট্রেইলারে টানটান উত্তেজনা বজায় রেখেছেন পরিচালক শ্রীরাম রাঘবন। এর আগে তিনি ‘বদলাপুর’, ‘জনি গদ্দার’ ও ‘এক হাসিনা থি’ এর মতো ছবি পরিচালনা করে এসেছেন। সাসপেন্স তার স্বভাবজাত। ছবির প্রযোজকরাও কিছু কম যান না। ‘কাহানি’, ‘দৃশ্যম’ ও ‘স্পেশাল ২৬’ এর মতো ছবি তারই প্রমাণ।
ছবিতে অন্ধ পিয়ানো বাদকের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু। ৫ অক্টোবর মুক্তি পাবে ‘অন্ধা ধুন’।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]