logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, সেপ্টেম্বর ৭, ২০১৮
সংবাদ সংক্ষেপ

পরিচ্ছন্নতা অভিযান
লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ স্কাউট লালমনিরহাটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক শফিউল আরিফ বৃহস্পতিবার শহরে মিশন মোড়ে এ পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন। এসময় একেএম মমিনুল হক, জয়শ্রী রানী রায়, রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


মাদকবিরোধী সভা
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি নবী নেওয়াজ, ইউএনও শাশ্বতী শীল, আজিজুল হক, লস্কর জায়াদুল হক, এবিএম শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


মা সমাবেশ 
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর প্যানেল মেয়র মীর এম এ সালাম, এহসান বিন মুজাহির, শামীম মিয়া, ইসমাইল মাহমুদ প্রমুখ। 


বাল্যবিয়ে রোধে সভা
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বুধবার বিকালে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওসি কামরুল ফারুক। 


শিক্ষা উপকরণ বিতরণ
সোনাগাজী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার এলজিএসপি-৩ এর অর্থায়নে পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় রবিউজ্জামান বাবু, ইউএনও সোহেল পারভেজ, শাহরীন ফেরদৌসী, পিন্টু চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। 


মতবিনিময় সভা
রংপুর ব্যুরো

রংপুর সিটি কপোরেশন (রসিক) নগরীর সার্বিক উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাহবুব হোসেন, আক্তার হোসেন আজাদ, আবু সালেহ মোঃ মুসা জঙ্গী, এমদাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 


লিফলেট বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রচারণার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার গ্রিনভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, ইউএনও আলমগীর হোসেন, ইকবাল হাসান, তৌফিকুল ইসলাম প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]