logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আবারও ইয়েমেন আলোচনা শুরু করতে চান জাতিসংঘ দূত
আলোকিত ডেস্ক

সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার ও হুথি যোদ্ধাদের মধ্যে আবারও আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস। ইয়েমেন যুদ্ধের অবসানে সমঝোতার লক্ষ্যে প্রথম দফার আলোচনার উদ্যোগ ব্যর্থ হলেও তিনি হতাশ হতে রাজি নন। মঙ্গলবার ইয়েমেনবিষয়ক জাতিসংঘ দূত গ্রিফিথস বলেন, তিনি দেশটির যুদ্ধ-সহিংসতায় জড়িত পক্ষগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ নেবেন। আনুষ্ঠানিক শান্তি আলোচনার জন্য জেনেভায় গেল সপ্তাহের প্রাক-বৈঠকে হুথিদের বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় তারা এতে অংশ নেননি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে গ্রিফিথস বলেন, ইয়েমেন যুদ্ধের অবসানে ধারাবাহিক আলোচনা আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দৃঢ় অঙ্গীকার পেতে বুধবার তিনি মাস্কট সফর করবেন এবং পরে সেখান থেকে সানা ও রিয়াদে যাবেন। তিনি বলেন, ইয়েমেন শান্তি আলোচনা প্রক্রিয়ার ‘উত্থান ও পতন’ থাকবে। এক্ষেত্রে তিনি সমঝোতা উদ্যোগের প্রাথমিক বাধাকে সাময়িক হিসেবে উল্লেখ করা হয়। এ সময় ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে তার নতুন কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন জানাতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ দূত। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে এ যুদ্ধে ১০ হাজার লোক নিহত হয়েছেন। দ্য নিউ আরব

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]