logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮
সেভ দ্য চিলড্রেনের সতর্কবার্তা
ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে ৫২ লাখ শিশু
আলোকিত ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে বলে বুধবার সতর্ক করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন। ইয়েমেনে চলমান যুদ্ধ-সহিংসতার কারণে দেশটিতে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। একই সঙ্গে স্থানীয় মুদ্রার মান কমছে প্রতিনিয়ত। এতে করে প্রতিদিন খাদ্য অনিশ্চয়তার ঝুঁকিতে পড়ছে বহু ইয়েমেনি পরিবার। এর মধ্যে দেশটির বন্দরনগরী হুদায়দাহকে ঘিরে চলমান লড়াই নতুন এক হুমকি দাঁড় করিয়েছে। দেশটির হুথি যোদ্ধাদের অধিকৃত এলাকাগুলোয় পাঠানো ত্রাণের অধিকাংশই প্রধান সমুদ্রবন্দর হুদায়দাহর মধ্য দিয়ে ওই এলাকাগুলোয় যায়। কিন্তু হুদায়দাহর চারপাশে চলা লড়াইয়ের কারণে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদ্যমান পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। 

হুদায়দাহকে ঘিরে সংঘর্ষের কারণে নতুন করে ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। সব মিলিয়ে ইয়েমেনে এখন মোট ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের সম্মুখীন বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। ত্রাণ সংস্থাটির প্রধান নির্বাহী হেল থর্নিং শ্মিট বলেন, লাখ লাখ শিশু জানে না পরবর্তী খাবারটি কখন পাবে অথবা আদৌ পাবে কি না। উত্তর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে থাকা শিশুদের কান্না করারও শক্তি নেই, ক্ষুধায় তাদের দেহ অবসন্ন হয়ে গেছে। তিনি বলেন, ইয়েমেনি শিশুদের পুরো এক প্রজন্মকে ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছে, যারা বোমা থেকে শুরু করে ক্ষুধা ও প্রতিরোধযোগ্য রোগ, যেমন কলেরার মতো বহুমাত্রিক হুমকির সম্মুখীন। যুদ্ধে বিপর্যস্ত হয়ে ইয়েমেনে দ্রুতগতিতে বাড়ছে দ্রব্যমূল্য। যুদ্ধ-সংঘাতময় পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৮ শতাংশ। স্থানীয় মুদ্রা ইয়েমেনি রিয়ালের মান কমে গেছে। হুথি যোদ্ধাদের দমাতে ইয়েমেনে ২০১৫ সাল থেকে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব নেতৃত্বাধীন জোট বাহিনী। বিবিসি, আলজাজিরা, চ্যানেল নিউজ এশিয়া

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]